হুমায়ন আহমেদ : কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়।
আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের মহাসচিব মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে শহীদ মাসুদ পারভেজ মুকুলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শহীদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তারা।
এরপর সকাল ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে শহীদ শাহারিয়া শুভ’র কবরে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply