হুমায়ন আহমেদ : আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের বিশিষ্ট কন্ট্রাক্টর, ইটভাটা মালিক, সুপরিচিত হার্ডওয়্যার ব্যবসায়ী এবং আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার, ২৪ অক্টোবর সকাল ৭টা ৩০ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মজিবর রহমান আলমডাঙ্গা অঞ্চলে একজন সফল উদ্যোক্তা ও সমাজসেবক হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন। তাঁর উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান স্থানীয় মানুষের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজি)lক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা, উপজেলা এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার, ২৪ অক্টোবর বিকেল ৪টায় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply