চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা প্রতিনিধিঃ
আলমডাঙ্গা উপজেলার চিৎলা রুইথনপুর ফুটবল মাঠে সি এইচ আর নাইন সেট ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে পাঁচকমলাপুর আলিয়াটনগর চাঁদতারা স্পোর্টিং ক্লাব ৬-০ গোলে নাটোরের গোপালপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়।খেলার শুরু থেকেই চাঁদতারা স্পোর্টিং ক্লাব আক্রমণাত্মক খেলায় এগিয়ে থাকে। প্রথমার্ধেই তারা চারটি গোল করে মাঠে দর্শকদের উল্লাসে মাতিয়ে তোলে। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল যোগ করে দলটি জয়ের ব্যবধান বাড়ায়।খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়াপ্রেমী, সমাজসেবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল পর্ব, যেখানে বিজয়ী দল ফাইনালে উঠার জন্য লড়বে।সি এইচ আর ফুটবল একাডেমির পক্ষ থেকে আয়োজিত এই টুর্নামেন্টটি স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহ জোগাচ্ছে এবং এলাকার ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করছে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply