✍️ নিজস্ব প্রতিবেদক (দৈনিক চিৎলা টিভি) :
আগামীকাল ২২ অক্টোবর ২০২৫, বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় স্থানীয় ক্রীড়া আসর ‘সি এইচ আর নাইন সেট ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ৩য় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। খেলা অনুষ্ঠিত হবে চিৎলা রুইথনপুর ফুটবল মাঠে, বিকেল ৩টায়।
এদিন মুখোমুখি হবে দুটি শক্তিশালী দল —
⚽ কাটাখালি ফুটবল একাডেমি (রাজশাহী)
বনাম
⚽ বেলগাছি নব দিগন্ত সংঘ (চুয়াডাঙ্গা)
দুই দলের সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা ও উৎসাহ ছড়িয়ে পড়েছে। রাজশাহীর কাটাখালি একাডেমি তাদের দ্রুত আক্রমণাত্মক খেলার জন্য পরিচিত, অন্যদিকে চুয়াডাঙ্গার নব দিগন্ত সংঘ রক্ষণভাগে দৃঢ়তা ও কৌশলগত খেলায় এগিয়ে।
টুর্নামেন্ট আয়োজক কমিটি জানিয়েছে, আজকের ম্যাচে উপস্থিত থাকবেন স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিরা। মাঠে দর্শকদের জন্য নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করা হয়েছে।
খেলার ফলাফল নির্ধারণ করবে কোন দল জায়গা করে নেবে সি এইচ আর নাইন সেট ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সেমিফাইনালে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply