✍️ স্টাফ রিপোর্টার | দৈনিক চিৎলা টিভি
চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের চিৎলা গ্রামের বাজার পাড়ায় অনুষ্ঠিত হলো ২য় তম প্রবাসী কল্যাণ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫–এর বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল। বৃহস্পতিবার রাত ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এ শ্বাসরুদ্ধকর খেলায় দর্শকদের ভিড় ছিল উপচে পড়া। আলো ঝলমলে কোর্ট, দর্শকদের তুমুল উল্লাস আর খেলোয়াড়দের লড়াই—সব মিলিয়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।
ফাইনালে মুখোমুখি হয় কার্পাসডাঙ্গা দল বনাম বন্দরভিটা দল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মাঝে দেখা যায় জয়ের জন্য মরিয়া লড়াই। তবে পুরো ম্যাচ জুড়েই কার্পাসডাঙ্গা খেলোয়াড়রা প্রদর্শন করেন দক্ষতা, গতি ও কৌশলের দারুণ সমন্বয়। শক্ত প্রতিপক্ষ বন্দরভিটাকে ২-০ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে নেয় কার্পাসডাঙ্গা।
ম্যাচ শেষে আয়োজক ও উপস্থিত দর্শকদের মধ্যে ছিল উচ্ছ্বাস আর আনন্দের জোয়ার। কার্পাসডাঙ্গা দলের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে নিয়ে জানান, এই জয়ের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও দলগত প্রচেষ্টা।
টুর্নামেন্টটির আয়োজন করেন হাইলোপাড়া,বাজার পাড়া প্রবাসী ও যুবসমাজ, যারা প্রবাসী কল্যাণমূলক কার্যক্রম ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এমন আয়োজন করে থাকে। আয়োজক কমিটির সদস্যরা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সঠিক পথে উদ্বুদ্ধ করাই তাদের উদ্দেশ্য।
পুরো টুর্নামেন্ট জুড়ে এলাকার খেলাপ্রেমীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মেগা ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়।
চিৎলা ইউনিয়নের মানুষের বিনোদন, ঐক্য ও আনন্দের এই ব্যাডমিন্টন উৎসব আগামী বছর আরও বড় পরিসরে আয়োজনের ঘোষণা দেন আয়োজকরা।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply