✍️ রিপোর্টার মোঃ নাজমুল হক // দৈনিক চিৎলা টিভি :-
চুয়াডাংগা জেলা আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামের ব্যস্ততম বাজার পাড়ায় এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২য় তম প্রবাসী কল্যাণ ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫–এর শুভ উদ্বোধন। প্রবাসী ও স্থানীয় যুবসমাজের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে হাইলোপাড়া ও বাজার পাড়ার প্রবাসী এবং যুবসমাজ বিশেষ ভূমিকা পালন করেন।গতকাল বুধবার সন্ধ্যা ৭.৩০ টা থেকে আনুষ্ঠানিক ভাবে খেলা শুরু হয়। দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট ১০ ও ১১ ডিসেম্বর ২০২৫ (বুধবার ও বৃহস্পতিবার) জুড়ে চিৎলা গ্রামকে যেন পরিণত করেছে খেলাধুলাপ্রিয় মানুষের মিলনমেলায়। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থী এবং খেলোয়াড়দের উপস্থিতিতে পুরো বাজার পাড়া সরগরম হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান মাবুদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন—
সেকেন্দার আলী, হালিম মণ্ডল, মিকাইল, আলামিন হোসেন, শিমুল হোসেন, এবং চিৎলা গ্রামের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন চিৎলার স্থানীয় স্থায়ী খেলোয়াড় ছাড়াও দূর–দূরান্ত থেকে আসা প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড়েরা। খেলোয়াড়দের দক্ষতা, তীক্ষ্ণ রিফ্লেক্স ও স্পোর্টসম্যানশিপ দর্শকদের মুগ্ধ করে তোলে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রবাসীদের সহযোগিতা ও গ্রামের যুবসমাজের একতা—এই টুর্নামেন্টকে আরও সফল করেছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে উৎসাহিত করা এবং প্রবাসীদের গ্রামের সঙ্গে সেতুবন্ধন তৈরি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।দুই দিনব্যাপী এই ব্যাডমিন্টন টুর্নামেন্টকে ঘিরে চিৎলা বাজার পাড়ায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। দর্শকরা আগ্রহ নিয়ে ফাইনাল ম্যাচের প্রতীক্ষায় রয়েছেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply