রাজাপুর প্রতিনিধি // দৈনিক চিৎলা টিভি :-
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে অদম্য নারী পুরস্কার–২০২৫ প্রদান করা হয়। এ বছরের উপজেলা পর্যায়ে সফল জননী ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর আবু সালেহ আকন এবং বাংলা টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকনের মা—আনোয়ারা খানম।নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধ্যে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর সকাল ১০টা ১৫ মিনিটে রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অদম্য নারী পুরস্কারের তিনটি ক্যাটাগরিতে তিনজনকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে শিক্ষা ও চাকুরি ক্যাটাগরিতে ইউরেকা নুর মিলি, আর্থিক স্বচ্ছলতা অর্জনকারী নারী ক্যাটাগরিতে সৈয়দা মাহফুজা আক্তার পুরস্কৃত হন।মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাইকা কর্মকর্তা মো. ইমরান আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক আবু সায়েম আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অদম্য মনোবল, সাহস ও পরিবার গঠনে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে আনোয়ারা খানমকে সফল জননী পুরস্কার প্রদান করায় এলাকাজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply