আলমডাঙ্গা পাঁচ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ
করেন,মাহবুব হাসান মাবুদ ও মমিন মালিতা
✍️ রিপোর্টার মোঃ নাজমুল হক | দৈনিক চিৎলা টিভি :-
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে পাঁচ ইউনিয়নের ছাত্রদল নেতাদের সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে। আলমডাঙ্গা উপজেলার চিৎলা, খাদিমপুর, বাড়াদি, গাংনী ও ভাংবাড়িয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিন মালিতা এবং আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, তরুণদের আশা ও আস্থার প্রতীক মাহবুব হাসান মাবুদ।
সৌজন্য সাক্ষাতে বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতারা উপস্থিত হয়ে সংগঠনের বর্তমান গতি-প্রকৃতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, মাঠ পর্যায়ের কর্মসূচি ও ভবিষ্যৎ করণীয়সহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন, প্রতিটি ইউনিটকে নতুনভাবে সক্রিয় করা এবং তরুণ কর্মীদের সংগঠিত করার বিষয়ে বিস্তর আলোচনা হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিন মালিতা বলেন, “ছাত্রদল হচ্ছে গণতন্ত্রের অগ্রভাগের সৈনিক। তাই প্রতিটি ইউনিয়ন কমিটিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে। তরুণদের অংশগ্রহণ বাড়াতে সবাইকে মাঠে থাকতে হবে।”
এসময় আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান মাবুদ বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকলে অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্রদলই হবে সবচেয়ে বড় শক্তি। প্রতিটি ইউনিয়নে ছাত্রদলকে আরও সুসংগঠিত করা হবে।”
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ পাঁচ ইউনিয়নের ছাত্রদল কমিটিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাঠ পর্যায়ে কর্মীদের মনোবল বৃদ্ধি ও সংগঠনে নতুন গতিশক্তি সঞ্চার করতে এই সৌজন্য সাক্ষাৎ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন উপস্থিতরা।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply