✍️ স্টাফ রিপোর্টার | দৈনিক চিৎলা টিভি:
চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামের হঠাৎপাড়ায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী
মো.শরিফুজ্জামান শরীফ–এর পক্ষে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোট চান আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহবায়ক, চিৎলা ইউনিয়নের কৃতি সন্তান ও যুবসমাজের যুবরাজ মো. মাহবুব হাসান মাবুদ।
বিকাল থেকেই মাবুদের নেতৃত্বে শুরু হয় পাড়া জুড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণের কার্যক্রম। দরজায় দরজায় গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। এলাকার উন্নয়ন,শান্তি-শৃঙ্খলা ও তরুণদের কর্মসংস্থান বিষয়ে শরিফুজ্জামান শরীফের অঙ্গীকার তুলে ধরেন মাবুদ। এতে স্থানীয় জনসাধারণের মাঝে উৎসাহ ও আগ্রহ লক্ষ করা যায়।এ সময় মাবুদের সঙ্গে ছিলেন—বিএনপির ৫নং ওয়ার্ডের সভাপতি ঠান্ডু মালিতা, মো. হালিম মন্ডল
মো. আনিচ মালিতা,মোঃ দেলোয়ার হোসেন,মো
কালাম বিসাস, যুবদলের নেতা- মো. মিকাইল বিশ্বাস, ছাত্রদলের- নেতা মো. রাজিব হোসেন,তাছাড়া চিৎলা গ্রামের সাধারণ মানুষ এ প্রচারণায় অংশগ্রহণ করেন এবং ধানের শীষের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উন্নয়নমুখী পরিকল্পনা, জনবান্ধব উদ্যোগ এবং তরুণ নেতৃত্বকে এগিয়ে দেওয়ার প্রত্যয়ে তারা ধানের শীষকে বিজয়ী দেখতে চান। প্রচারণার সময় মাবুদ বলেন,“জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের শক্তি। ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। ইনশাআল্লাহ, জনগণই পরিবর্তনের পথ দেখাবে।”
চিৎলা গ্রামের হঠাৎপাড়ায় এ দিনের লিফলেট বিতরণ ও গণসংযোগ ধানের শীষের পক্ষে দলীয় নেতাকর্মীদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply