✍️ স্টাফ রিপোর্টার | দৈনিক চিৎলা টিভি:
আজ আলমডাঙ্গা উপজেলার সর্বত্রই বইছে উৎসবের আবহ ও শুভেচ্ছার উচ্ছ্বাস। কারণ আজ আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহবায়ক, চিৎলা ইউনিয়নের কৃতি সন্তান ও তরুণ সমাজের নির্ভরতার প্রতীক মো. মাহবুব হাসান মাবুদ–এর জন্মদিন। ভোর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক অঙ্গন, শিক্ষার্থী সমাজ, ব্যবসায়ী, তরুণ কর্মী থেকে সাধারণ মানুষ—সবাই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন এই উদ্যমী, কর্মঠ ও জনমানুষের প্রিয় তরুণ নেতাকে।দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সাহস, সততা ও জনকল্যাণমূলক ভূমিকার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন মাবুদ। চিৎলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে জনমনে বিশেষ জায়গা করে নিয়েছেন। এলাকার অবকাঠামো উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম, অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা, খেলাধুলার প্রসার—প্রতিটি সেক্টরে তার সক্রিয় ভূমিকা ব্যাপক প্রশংসিত।
বিশেষ করে প্রবাসী
পরিবারের সমস্যা সমাধানে তার দ্রুত উদ্যোগ এবং সামাজিক কর্মকাণ্ডে নিরলস অংশগ্রহণ তাকে তরুণ সমাজে বিশেষ অনুপ্রেরণার উৎসে পরিণত করেছে। স্থানীয় রাজনৈতিক নেতারা বলেন—মাবুদ শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি আমাদের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। আলমডাঙ্গার রাজনীতিতে দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে তিনি যে ভূমিকা নিয়েছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।”
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে শুভেচ্ছার জোয়ার। শত শত পোস্ট, ভিডিও ও শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে ফেসবুক। অনেকে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক জীবনে আরও সফলতা কামনা করছেন।
চিৎলা ইউনিয়নের সাধারণ মানুষ একবাক্যে বলেন—
“মাবুদ ভাই এলাকার উন্নয়নের প্রতীক। আগামী নির্বাচনে তিনি বিজয়ী হলে চিৎলার চিত্র পাল্টে যাবে।”
নিজ জন্মদিনে মো. মাহবুব হাসান মাবুদও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন
মানুষের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই জীবনের প্রতিটি মুহূর্ত মানুষকে সেবা করতে। চিৎলা ইউনিয়নের উন্নয়নই আমার অঙ্গীকার।”এদিকে চিৎলা ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকেও জাঁকজমকভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন—সভাপতি: রুবেল হোসেন, সাধারণ সম্পাদক: নাজমুল হোসেন
সহ সভাপতি: আবু সাইদ
সাগর আহমেদ রাজিব হাসান, খোকন, সেজান,মাসুদ,তফিক,শান্ত
রিদয়,মুসা, স্থানীয়রা আশা করছেন, আগামী দিনে এই তরুণ নেতার হাত ধরে চিৎলা ইউনিয়ন আরও এগিয়ে যাবে উন্নয়ন-সমৃদ্ধির পথে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply