রিপোর্টার মোঃ নাজমুল হক।। দৈনিক চিৎলা টিভি :-
চুয়াডাঙ্গা–১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত পদপ্রার্থী মা–মাটি–মানুষের নেতা মো. শরিফুজ্জামান শরীফকে বিজয়ী করতে মাঠে নেমেছে স্থানীয় নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় চিৎলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড চিৎলা গ্রামে দিনব্যাপী ঘরে ঘরে গিয়ে ব্যাপক গণসংযোগ করেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও এলাকার তরুণ সমাজের প্রিয় মুখ মাহবুব হাসান মাবুদ।
আজ সকাল থেকে বিকেল পর্যন্ত মাবুদ একের পর এক বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং ধানের শীষে ভোট ও সমর্থন কামনা করেন। তিনি স্থানীয় ভোটারদের কাছে মো. শরিফুজ্জামান শরীফের উন্নয়ন দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি তুলে ধরেন।
গণসংযোগে বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা জানান, বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে এলাকায় প্রকৃত উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শরিফুজ্জামান শরীফই যোগ্য প্রতিনিধি। আর এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে মাবুদ ও তার সহযোদ্ধারা সবসময়ই কাজ করে যাচ্ছেন।
এসময় মাবুদ বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার। জনগণের ভালোবাসা ও সমর্থন আমাদের শক্তি। আমরা বিশ্বাস করি, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ধানের শীষই বিজয়ী হবে।”
গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ আশা প্রকাশ করেন, আগামী নির্বাচন হবে পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে এক ঐতিহাসিক ভোট। চিৎলা গ্রামে আজকের এই গণসংযোগ নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার এই প্রচারণা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে, যা নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply