রেড ক্রিসেন্টের ফুলেল শুভেচ্ছা পেলেন চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার।। দৈনিক চিৎলা টিভি:
| চুয়াডাঙ্গা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক কামাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ নতুন জেলা প্রশাসককে দায়িত্বগ্রহণের জন্য অভিনন্দন জানান এবং চুয়াডাঙ্গায় মানবিক সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনায় জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন। তারা বলেন, মানবিক সহায়তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতে আরও গতিশীল হবে।নবনিযুক্ত জেলা প্রশাসক কামাল উদ্দিন রেড ক্রিসেন্ট ইউনিটের সৌজন্য সাক্ষাতে ধন্যবাদ জানিয়ে বলেন, মানবিক সেবা কার্যক্রমে প্রশাসন সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করবে। তিনি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্টের উদ্যোগকে স্বাগত জানান।
সাক্ষাৎ শেষে রেড ক্রিসেন্ট নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সবার জন্য কল্যাণ ও শান্তি কামনা করেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply