✍️ রিপোর্টার নাজমুল | দৈনিক চিৎলা টিভি :
চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কযরাডাংগা KDC ক্লাবের আয়োজনে চলছে মুক্তিযোদ্ধা স্মৃতি টুর্নামেন্ট ২০২৫। আজকের ম্যাচে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল— সি এইচ আর ফুটবল একাডেমি ও হাইদারপুর ফুটবল একাডেমি।
পুরো ম্যাচজুড়ে ছিল উত্তেজনা ও দর্শকদের প্রাণবন্ত সমর্থন। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। রোমাঞ্চকর এই ট্রাইব্রেকারে সি এইচ আর ফুটবল একাডেমি ৫-৪ গোলে হাইদারপুর ফুটবল
একাডেমিকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়।খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে রাখে। তবে দুই দলের গোলরক্ষকদের দৃঢ় প্রতিরোধে বল জালে জড়ায়নি। শেষ পর্যন্ত ভাগ্য হাসে সি এইচ আর ফুটবল একাডেমির পক্ষে।খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। আয়োজক KDC ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে আরও রোমাঞ্চকর ম্যাচ উপহার দেওয়া হবে দর্শকদের।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply