✍️ নিজস্ব প্রতিবেদক | দৈনিক চিৎলা টিভি নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি বিশেষ টিম।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকার মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে, ঠিক কী কারণে বা কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের আপন ছোট ভাই। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন এবং মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
এ ঘটনায় চুয়াডাঙ্গা আওয়ামী লীগ এবং স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এ গ্রেফতারকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলছেন, আবার কেউ বলছেন “আইন তার নিজস্ব গতিতে চলছে।”
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply