✍️ নিজস্ব প্রতিবেদক | দৈনিক চিৎলা টিভি
চুয়াডাঙ্গা জেলার ক্রীড়াপ্রেমীদের期待মতো আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সি এইচ আর নাইন সেট ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল। মাঠে নামছে এবারকার আসরের দুই শক্তিশালী দল— পাঁচকমলাপুর আলিয়াহাটনগর ফুটবল টিম এবং ভাংবাড়িয়া ফুটবল একাডেমি।
দুই দলের খেলোয়াড়দের প্রস্তুতি, শক্তি ও সাম্প্রতিক পারফরম্যান্স দেখে দর্শকরা ইতোমধ্যেই উত্তেজনায় অপেক্ষা করছেন আজকের মহারণ উপভোগের জন্য। পুরো মাঠ জুড়ে থাকবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, গ্যালারি ভরবে সমর্থকদের করতালিতে।
টুর্নামেন্ট আয়োজক কমিটি জানায়, ফাইনাল ম্যাচটিকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মাঠে প্রত্যাশার চেয়েও বেশি দর্শকসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।
খেলাটি শুরু হবে আজ বিকেলেই।
ক্রীড়াপ্রেমীরা আশা করছেন—একটি নান্দনিক ও স্মরণীয় ফুটবল লড়াই উপহার দেবে দুই দলই।
শেষ পর্যন্ত কোন দল উঠবে চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে? উত্তরের অপেক্ষায় পুরো ফুটবলময় চিৎলা।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply