দৈনিক চিৎলা টিভি
সিংগাপুর প্রতিনিধি:
চাঁদপুরের এক তরুণ রেমিট্যান্স যোদ্ধা—পরিবারের স্বপ্ন পূরণের আশায় মাত্র ৫-৬ মাস আগে সিংগাপুরে পাড়ি জমিয়েছিলেন। বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। সংসারের হাল ধরে রাখতে সুদের টাকা তুলে বিদেশযাত্রা, স্ত্রী-সন্তান ও পরিবারের মুখে হাসি ফোটানোর অদম্য চেষ্টা—সবই ছিল তাঁর কাঁধে।
কিন্তু কঠোর কর্মপরিবেশ, জীবনের চাপ, আর অন্তহীন দুশ্চিন্তার ভারে থেমে গেলো তাঁর ধুকধুক করা তরতাজা হৃদয়। প্রবাসের মাটিতে হঠাৎ হারিয়ে গেলেন এক স্বপ্নবাজ তরুণ বাবা। রেখে গেলেন দুইটি অবুঝ সন্তান, অসহায় স্ত্রী এবং স্বজনদের হৃদয়ভাঙা কান্না।
পরিবারের ভবিষ্যৎ ঘিরে যে বড় স্বপ্ন তিনি বুকে নিয়ে বিদেশে এসেছিলেন, তা শেষ হয়ে গেলো মুহূর্তেই। নিঃস্বতার ছায়া নেমে এসেছে পুরো পরিবারে।
স্বজনরা জানান, দেশে পরিবার সামলাতে তাঁর ছিল অগাধ চাওয়া-পাওয়া। কিন্তু ভাগ্যের নির্মম আঘাতে সেই স্বপ্ন আর পূরণ হলো না।
দূতাবাস ও কমিউনিটি নেতারা মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
আল্লাহ তাঁর সব কষ্ট মাফ করে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন—এ দোয়া করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমিন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply