দৈনিক চিৎলা টিভি। সিংগাপুর প্রতিনিধি:
সিঙ্গাপুরে কর্মরত রাজবাড়ী জেলার প্রবাসী মো. রিয়াজুল ইসলাম (রিয়াজুল ভাই) দুঃখজনক কর্মক্ষেত্রের এক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালনকালে ঘটে এই মর্মান্তিক ঘটনা।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি সিঙ্গাপুরে একটি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। পরিশ্রমী ও দায়িত্বশীল এই প্রবাসী বাংলাদেশি তাঁর পরিবার—স্ত্রী, সন্তান ও স্বজনদের জন্যই বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন। কিন্তু একটি দুর্ঘটনা সব স্বপ্ন থামিয়ে দিল চিরতরে।এই প্রবাসীর মৃত্যুতে সহকর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং নিজ এলাকার মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোক। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সবাই দোয়া করছেন।বিশেষজ্ঞরা বলছেন, কর্মক্ষেত্রে বিশেষ করে উচ্চতায় কাজের সময় WAH (Work at Height) রেগুলেশন কঠোরভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি। সেফটির ক্ষেত্রে অবহেলা বা সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিজে ও পরিবারের সুরক্ষার জন্য নিরাপত্তা বিধি মেনে চলা ছাড়া কোনো বিকল্প নেই।মো. রিয়াজুল ইসলামের অকাল মৃত্যুর ঘটনাটি আবারও মনে করিয়ে দিল—প্রবাসীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে আরও সচেতনতা এবং কঠোর তদারকি প্রয়োজন।আমরা মরহুমের আত্মার শান্তি কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ পাক তাঁদের এই শোক বহন করার তাওফিক দান করুন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply