1. dailychitlatv@gmail.com : dailychitlatv : dailychitlatv
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ

  • আপডেটের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ টাইম ভিউ

শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ

✍️ নাসিরনগর, প্রতিনিধি ।। দৈনিক চিৎলা টিভি : –

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নাসিরনগর কলেজ গেট এলাকায় অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেট এলাকায় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী এম. এ. হান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. এ. খালেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষের মদদেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানো হচ্ছে।

তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal