✍️ রিপোর্টার মোঃ নাজমুল হক | দৈনিক চিৎলা টিভি:
চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার চিৎলা রুইথনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো সি এইচ আর নাইন সেট ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল। মাঠজুড়ে ছিল দর্শকের ঢল আর উত্তেজনার তীব্রতা। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল—পাঁচকমলাপুর আলীহাটনগর চাঁদতারা স্পোর্টিং ক্লাব বনাম ভাংবাড়িয়া ফুটবল একাডেমি।পুরো ম্যাচ জুড়ে দুই দলের
আক্রমণ–প্রতিআক্রমণে উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠে। নির্ধারিত সময়ে সমতা বজায় থাকায় ম্যাচ গড়ায় রোমাঞ্চকর টাইব্রেকারে। টাইব্রেকারে আলীহাটনগর চাঁদতারা স্পোর্টিং ক্লাব ৪–২ গোলে ভাংবাড়িয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের গৌরব অর্জন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব শরিফুজ্জামান শরীফ,সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিএনপি সম্মানিত সংসদ সদস্য।সভাপতিত্ব করেন—
টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মাহাবুব হাসান মাবুদ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজাম মেম্বার সহ-সভাপতি মোঃ জুলফিকার ইসলাম জুলু
সাধারণ সম্পাদক বেল্টু বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ সহকারী কোষাধ্যক্ষ আসকার আলী (টুটুল)সাংগঠনিক সম্পাদক মিকাইল বিশ্বাস উপদেষ্টা মিজানুর রহমান মাঠের সার্বিক দায়িত্বে থেকে নিরলস পরিশ্রম করেন—সোহেল রানা দর্শকদের অপরিসীম উৎসাহ, আয়োজকদের সার্বিক তত্ত্বাবধানে এবং খেলোয়াড়দের নৈপুণ্যে জমজমাট এই ফাইনাল ম্যাচটি হয়ে ওঠে স্মরণীয়। টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply