চিৎলা টিভি নাজমুল রিপোর্টার :
মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি ছোট বোট উল্টে আমেরিকা প্রবাসী রিয়ানা আবজাল (২৮) নামে এক নারী পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে বেলা সাড়ে ১১টার দিকে ঢাংমারী খাল ও পশুর নদীর মিলনস্থলের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে।
পর্যটনের উদ্দেশ্যে পরিবারসহ সুন্দরবনের ঢাংমারী এলাকার একটি রিসোর্টে রাত কাটান রিয়ানা ও তাঁর সঙ্গীরা। সকালেই ১৩ জন পর্যটক একটি ছোট বোটযোগে করমজল পর্যটন কেন্দ্রে রওনা দেন। নদীতে পৌঁছাতেই হঠাৎ তীব্র ঢেউয়ের আঘাতে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সবাই পানিতে পড়ে গেলেও অধিকাংশ যাত্রী সাঁতরে নিরাপদে ফিরতে সক্ষম হন। তবে রিয়ানা আবজাল নিখোঁজ রয়েছেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই বনবিভাগ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা যৌথভাবে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করেছে। নদীর স্রোত ও ঢেউয়ের তীব্রতার কারণে উদ্ধারকাজে কিছুটা বাধা সৃষ্টি হলেও নিখোঁজ পর্যটককে খুঁজে পেতে সব ধরনের প্রচেষ্টা চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, রিয়ানা আবজালের বাবা বাংলাদেশ বিমান বাহিনীর একজন ইঞ্জিনিয়ার। মেয়ের নিখোঁজের খবর পাওয়ার পর থেকে পরিবারটি গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply