✍️ রিপোর্টার নাজমুল | দৈনিক চিৎলা টিভি
চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কযরাডাংগা KDC ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা স্মৃতি টুর্নামেন্ট ২০২৫–এর আজকের ম্যাচে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল—পাঁচকমলাপুর ফুটবল একাডেমি ও গাংনী সবুজ সংঘ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় মাঠ দখলে রাখে পাঁচকমলাপুর ফুটবল একাডেমি। প্রথমার্ধের মধ্যভাগে দুর্দান্ত এক আক্রমণ থেকে তারা ম্যাচের প্রথম গোলটি করে এগিয়ে যায়। গোল খাওয়ার পর গাংনী সবুজ সংঘ আক্রমণে ফিরলেও গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধেও একই ছন্দ বজায় রাখে পাঁচকমলাপুরের খেলোয়াড়রা। নিরবচ্ছিন্ন আক্রমণের ফলস্বরূপ দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে দলটি। অন্যদিকে গাংনী সবুজ সংঘ বারবার চেষ্টা করেও ম্যাচে ফিরতে ব্যর্থ হয়।
শেষ পর্যন্ত ২–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচকমলাপুর ফুটবল একাডেমি—প্রথমার্ধে ১ এবং দ্বিতীয়ার্ধে ১ গোল। উৎসবমুখর পরিবেশে দর্শকদের করতালিতে মুখরিত ছিল পুরো মাঠ।
টুর্নামেন্ট আয়োজকরা জানান, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে ও তরুণদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতেই এ আয়োজন রাখা হয়েছে। আগামী ম্যাচগুলো আরও জমজমাট হবে বলে আশা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply