1. dailychitlatv@gmail.com : dailychitlatv : dailychitlatv
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দৈনিক চিৎলা টিভি পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ টাইম ভিউ

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দৈনিক চিৎলা টিভি পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা

✍️রিপোর্টার মোঃ নাজমুল হক।। দৈনিক চিৎলা টিভি :-

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছে দৈনিক চিৎলা টিভি পরিবার। ১৬ ডিসেম্বর—বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি অর্জন করেছিল বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব।

এই মহান দিনে দৈনিক চিৎলা টিভির পক্ষ থেকে লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের ত্যাগ ও নির্যাতনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার। জাতির এই গৌরবময় অর্জনকে স্মরণ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ।

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীনতার সুফল যেন তৃণমূল পর্যায়ে পৌঁছে যায়—সে লক্ষ্যেই গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক চিৎলা টিভি ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

দৈনিক চিৎলা টিভি পরিবার মনে করে, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সময়ের দাবি। বিজয়ের মাসে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের প্রত্যয়।

পরিশেষে মহান বিজয় দিবসে জাতির সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি কামনা করে দৈনিক চিৎলা টিভি পরিবার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal