মহান বিজয় দিবসে শহীদদের প্রতি চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
✍️ হুমায়ন আহমেদ | চুয়াডাঙ্গা প্রতিনিধি
দৈনিক চিৎলা টিভি
মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে সূর্যোদয়ের প্রথম প্রহরে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণের পর পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মহান বিজয় দিবসের এই আয়োজনে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করা হয়।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply