ভালাইপুর প্রতিনিধি :
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক সড়কের ব্যস্ততম সংযোগস্থল ভালাইপুর মোড়–এ প্রতিদিনই সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। সকাল থেকে রাত পর্যন্ত এ মোড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। এতে কর্মজীবী মানুষ, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, রোগী এবং যাত্রীসহ সাধারণ মানুষের ভোগান্তির যেন শেষ নেই। অনেকে গুরুত্বপূর্ণ কাজে বের হয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছেন লাইনে, ফলে নষ্ট হচ্ছে মূল্যবান সময়।
সরেজমিন ঘুরে দেখা যায়, রাস্তা সংকীর্ণ হওয়া, অসচেতন যানবাহন চালক, এলোমেলোভাবে ইজিবাইক ও ভ্যান স্ট্যান্ড দখল, ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠা এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাই এই যানজটের প্রধান কারণ। বিশেষ করে স্কুল ছুটির সময় ও অফিস টাইমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
রোজ ভোগান্তিতে থাকা এক যাত্রী বলেন, “এখন তো মনে হয়, ভালাইপুর মোড় মানেই যানজট। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক কিলোমিটার রাস্তায়ও ২০ মিনিট লেগে যায়। রোগী নিয়ে শহরে যাওয়ার সময়ও খুব সমস্যা হয়।”
এলাকার ব্যবসায়ীরা জানান, যানজটের কারণে পণ্য আনা-নেওয়া ব্যাহত হচ্ছে। সময়মতো মালামাল পৌঁছাতে না পারায় ব্যবসায়িক ক্ষতিও হচ্ছে। অনেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, প্রতিনিয়ত দেরিতে স্কুলে পৌঁছাতে হয়, পরীক্ষার দিন তো উদ্বেগ আরও বেড়ে যায়।
এ বিষয়ে স্থানীয় পরিবহন চালকদের বক্তব্য, সড়কের দুই পাশেই যে যেভাবে ইচ্ছা গাড়ি থামানোর কারণে জট তৈরি হয়। ট্রাফিক পুলিশ থাকলেও নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত জনবল নেই।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply