রিপোর্ট:
নিজস্ব প্রতিবেদক
গণ অধিকার পরিষদ বলেছে, দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তা নিরসনে জানুয়ারি মাসের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। দলটির মতে, নির্বাচন বিলম্বিত হলে জনগণের আস্থা আরও কমে যাবে এবং রাজনৈতিক সংকট গভীর আকার ধারণ করবে।
আজ (২১ অক্টোবর) সকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নূরুল হক নূর বলেন, “দেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা এখন সময়ের দাবি। জানুয়ারির মধ্যেই নির্বাচন না হলে তা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে জনগণ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে। আমরা চাই সংলাপের মাধ্যমে সংকটের সমাধান হোক, সংঘাত নয়।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নেতা সাদিয়া আরা শিলা প্রমুখ। তারা বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় দলটি সব সময় আন্দোলন ও গণসংযোগ অব্যাহত রাখবে।
দলটির নেতারা নির্বাচন কমিশনকেও সতর্ক করে বলেন, নির্বাচন ব্যবস্থাকে বিশ্বাসযোগ্য করতে হলে কমিশনকে সকল দলের প্রতি সমান আচরণ নিশ্চিত করতে হবে।
গণ অধিকার পরিষদ আগামী সপ্তাহে সারাদেশে “ভোটাধিকার চাই, ন্যায্য নির্বাচন চাই” শীর্ষক কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply