✍️ স্টাফ রিপোর্টার | দৈনিক চিৎলা টিভি:
আজ আলমডাঙ্গা উপজেলার সর্বত্রই বইছে শুভেচ্ছার উচ্ছ্বাস। কারণ আজ আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহবায়ক ও চিৎলা ইউনিয়নের কৃতি সন্তান, তরুণ সমাজের আশা-ভরসা মো. মাহবুব হাসান মাবুদ–এর জন্মদিন। এলাকার রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে শিক্ষার্থী, যুবসমাজ, সামাজিক কর্মী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী—সবাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন এই উদ্যমী তরুণ নেতাকে।
রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে সাহস, সততা ও জনমানুষের প্রতি আন্তরিকতার পরিচয় দিয়ে আসছেন মাবুদ। চিৎলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এলাকার উন্নয়ন, মাদক বিরোধী অভিযান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহযোগিতা, খেলাধুলার উন্নয়ন—প্রতিটি ক্ষেত্রেই তার ভূমিকা চোখে পড়ার মতো। বিশেষ করে প্রবাসী পরিবারের সমস্যায় পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ তাকে তরুণ সমাজে আলাদা পরিচিতি দিয়েছে।
তার রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা বলেন—মাবুদ শুধু একটি নাম নয়, বরং একটি অনুপ্রেরণা। তিনি প্রতিটি কাজে দলমত নির্বিশেষে মানুষের কল্যাণকে প্রাধান্য দেন। আলমডাঙ্গায় তরুণদের দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার করতে তিনি যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তা স্থানীয় রাজনীতিতে দৃষ্টান্ত হয়ে থাকবে।জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অসংখ্য স্ট্যাটাস, পোস্ট ও ভিডিও শেয়ার করেছেন। অনেকে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনে আরও সাফল্য কামনা করেছেন। চিৎলা ইউনিয়নের সাধারণ মানুষ একবাক্যে বলেন—“মাবুদ ভাই এলাকার উন্নয়ন আর তরুণদের এগিয়ে নেওয়ার প্রতীক। সামনে নির্বাচনে তিনি জয়লাভ করলে চিৎলার চিত্র পাল্টে যাবে।”নিজ জন্মদিনে মো. মাহবুব হাসান মাবুদও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন—“মানুষের ভালোবাসা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চাই জীবনের প্রতিটি মুহূর্ত জনসেবায় নিবেদিত রাখতে। চিৎলা ইউনিয়নের উন্নয়নই আমার প্রধান অঙ্গীকার।”
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply