নিজস্ব প্রতিবেদক:
সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করতে আবারও মুখোমুখি হলেন দেশের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ উদ্যোগে গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ প্রীতি ফুটবল ম্যাচ।
বিকেল ৫টার দিকে একে একে মাঠে পৌঁছান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলামসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।
মাঠে উপদেষ্টারা নামেন লাল জার্সিতে, আর কূটনীতিকদের দল ছিল নীল জার্সিতে। শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতি আক্রমণে খেলাটি উপভোগ্য হয়ে ওঠে। তবে দক্ষতা ও গোলের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে এগিয়ে ছিল কূটনীতিকদের দল। শেষ পর্যন্ত তারা ৩–০ গোলে জয় তুলে নেয়।
খেলা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন,—
“এ ধরনের খেলাধুলা কেবল প্রতিযোগিতা নয়, একে অপরের সঙ্গে সম্পর্ক ও আস্থার জায়গা আরও দৃঢ় করে। আগের ম্যাচে জয় পেয়েছিলাম আমরা, এবার জয় পেয়েছে তারা। খেলাই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়।”
ম্যাচ শেষে দু’দলের খেলোয়াড়দের মাঝে সৌহার্দ্যপূর্ণ করমর্দন ও স্মারক বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply