✍️ স্টাফ রিপোর্টার | দৈনিক চিৎলা টিভি : –
চুয়াডাঙ্গায় ৬ বিজিবির ফায়ারিং বাটে পুলিশের মাস্কেট্রি অনুশীলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে সাতগাড়ী এলাকার এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিয়মিত মাস্কেট্রি অনুশীলন চলছিল। হঠাৎ অনুশীলনের একপর্যায়ে অপ্রত্যাশিতভাবে ছোড়া গুলি গিয়ে লাগে পাশ দিয়ে যাওয়া বাবু নামের এক ব্যক্তির শরীরে। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা পর্যবেক্ষণে রয়েছেন।
ঘটনার পরপরই অনুশীলন তাৎক্ষণিক বন্ধ করে দেয় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। কীভাবে অনুশীলনের মতো সতর্ক পরিবেশে এমন অঘটন ঘটল, তা যাচাই করতে ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। দায়িত্বশীল এক কর্মকর্তা জানান—“এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। কেন এবং কীভাবে গুলি ছুটেছে তা সঠিকভাবে অনুসন্ধান করা হবে। কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা মনে করেন, অনুশীলন এলাকায় নিরাপত্তামূলক ব্যারিকেড আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে সাধারণ মানুষের চলাচলের পথ থেকে নিরাপদ দূরত্ব নিশ্চিত না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।
ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা চলছে এবং আহত বাবুর দ্রুত সুস্থতার জন্য সবাই প্রার্থনা করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে কী সিদ্ধান্ত আসে, এখন সেই দিকেই তাকিয়ে আছেন স্থানীয়রা।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply