✍️ স্টাফ রিপোর্টার | দৈনিক চিৎলা টিভি:
চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার চিৎলা
ইউনিয়নের চিৎলা গ্রামের মাঝের পাড়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মো. শরিফুজ্জামান শরীফ–এর পক্ষে, সোমবার বিকাল থেকেই এলাকায় উৎসবমুখর আবহের মধ্য দিয়ে শুরু হয় ।বাড়ি বাড়ি প্রচার ও লিফলেট বিতরণ কার্যক্রম।এলাকাজুড়ে সৃষ্টি হয় নির্বাচনী আমেজ, আর স্থানীয় ভোটারদের মাঝে দেখা যায় ব্যাপক সাড়া।
এই গণসংযোগে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহবায়ক, চিৎলা ইউনিয়নের কৃতি সন্তান মাহবুব হাসান মাবুদ। তার নেতৃত্বে ছাত্রদল ও স্থানীয় তরুণ কর্মীরা প্রতিটি বাড়িতে যান, সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামীর বাংলাদেশ গড়ায় ধানের শীষকে বিজয়ী করতে সবার দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগ চলাকালীন সময়ে মাবুদ বলেন—“ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ফিরে পাওয়ার সংগ্রামের প্রতিচ্ছবি। আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি, তাদের মতামত ও চাহিদা শুনছি। ইনশাআল্লাহ, জনগণের শক্তিতেই আগামী নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।”সন্ধ্যা পর্যন্ত চলে পাড়া জুড়ে লিফলেট বিতরণ, পথচারীদের মাঝে ধানের শীষের প্রচার ও ভোট
প্রার্থনা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ নেতা মাবুদের প্রাণবন্ত উপস্থিতি ও আন্তরিক প্রচারণা এলাকায় নতুন উদ্দীপনা এনে দিয়েছে।
এ সময় এলাকার প্রবীণ, যুবক ও নারীদের মাঝেও ধানের শীষের প্রতি সমর্থনের ঢেউ লক্ষ্য করা যায়। অনেকেই বলেন—“মাবুদ ভাইয়ের মতো তরুণ নেতৃত্বের কারণে আমরা আশাবাদী হয়ে উঠেছি।”গণসংযোগ শেষে দলীয় নেতাকর্মীরা জানান, চিৎলা ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় এভাবেই ধারাবাহিকভাবে প্রচারণা অব্যাহত থাকবে।এমন উৎসাহী উপস্থিতি ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ইঙ্গিত দিচ্ছে—চিৎলার মাঠে এবার ধানের শীষের জোয়ার দেখা যেতে পারে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply