রিপোর্টার মোঃ নাজমুল হক।। দৈনিক চিৎলা টিভি :
চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে গতকাল আয়োজন করা হয় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–র দ্রুত সুস্থতা কামনায় এক গভীর আবেগময় দোয়া মাহফিল।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক ধরনের নীরবতা, ছিল শোকাবহ পরিবেশ—যেন সবার হৃদয়ে একই ব্যথা, একই প্রার্থনা।নেতাকর্মীরা ভারী মন নিয়ে পার্টি অফিসে আসেন । সবাই যেন বোবা কান্নায় চোখ ভাসাছেন।
সবাইয়ের কণ্ঠে একই কথা—
“আমাদের মা, আমাদের নেত্রী বাঁচুক… আল্লাহ তাকে সুস্থতা দিন।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম ঠান্ডু।
তিনি কাঁপানো কণ্ঠে বলেন,
“দলমাতা বেগম জিয়া আজ অসুস্থ—এটা শুধু বিএনপির ক্ষতি নয়, এটা পুরো জাতির জন্য এক গভীর দুঃখের বিষয়। আমরা আজ অসহায় মনে দোয়ায় হাত তুলেছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহাসিন আলী।তিনি বলেন,
“আজ আমাদের হৃদয় ভারী। আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ দেখতে না পাওয়ার যন্ত্রণা বুকে চেপে বসে আছে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আবুল কালাম,
মাহবুব হাসান মাবুদ,মোঃ সহিদুল মালিতা,সেকেন্দার আলী,সাজদার
হোসেন,হলিম মনডল,কামাল
ঝনটু, মিকাইল,এবং ৫নং ওয়ার্ড বিএনপির আরও অসংখ্য নেতাকর্মী, যাদের মুখেও ঝুলছিল গভীর উদ্বেগের ছাপ।বেগম জিয়ার জন্য বিশেষ মোনাজাত করতে গিয়ে আবেগ কেউ ধরে রাখতে পারেননি।উপস্থিত সবার চোখে জল দেখা যায়।মোনাজাতের সময় যেন পুরো প্রাঙ্গণ নিস্তব্ধ হয়ে যায়।কেউ হাত তুলে আকাশের দিকে তাকিয়ে ছিল, কেউ মাথা নিচু করে চোখের পানি লুকাতে চেষ্টা করছিল।সবাইয়ের মুখে একই আর্তি—“হে আল্লাহ, আমাদের নেত্রীকে সুস্থতার আলো দেখান।”মাহফিল শেষে নেতাকর্মীরা ভগ্ন মন নিয়ে একে অপরের সঙ্গে কথা বলেন এবং বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আরও দোয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।অনুষ্ঠানটি শেষ হলেও সবার হৃদয়ে রয়ে যায় এক গভীর ব্যথা,
প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার অপেক্ষা
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply