খাগাউড়ায় প্রথম বার্ষিক মুকুল ঠাকুর ধামাইল উৎসব উদযাপন
খাগাউড়া প্রতিনিধি | দৈনিক চিৎলা টিভি
খাগাউড়া, ১২ ডিসেম্বর ২০২৫ (২৭ অগ্রহায়ণ) – সুর, সঙ্গীত ও নৃত্যের মেলবন্ধনে সেজে ওঠে খাগাউড়া। রফিনগর ইউনিয়নের খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত শুক্রবার দিনব্যাপী আয়োজিত হলো প্রথম ‘মুকুল ঠাকুর ধামাইল উৎসব’। এই উৎসবের মাধ্যমে ধামাইল গানের ঐতিহ্য ও লোকসংস্কৃতির প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করা হয়।
উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার। সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন গীতিকবি মুকুল ঠাকুর, যার নামানুসারে এই উৎসবের আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত কার্যকরী সভাপতি দ্রুপদ চৌধুরী নূপুর, সাধারণ সম্পাদক চিনু চক্রবর্তী, সহসভাপতি মোশাররফ হোসেন মুছা, কোষাধ্যক্ষ সুপ্রভা রানী কর, সাংস্কৃতিক সম্পাদক নিপা সূত্রধর, দপ্তর সম্পাদক নিপ্রেশ তালুকদার রানু, নির্বাহী সদস্য বাউল শিমুল পাল, এবং দিরাই উপজেলা শাখার সভাপতি বাউল অসীম রায় চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী দেবদাস চৌধুরী ও ইতালি প্রবাসী সঞ্জয় কুমার রায় শিপলু উৎসবের সমন্বয়কের দায়িত্ব পালন করেন, এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাগাউড়া সংগীতালয়ের উপদেষ্টা রিবেন তালুকদার। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ দিরাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাহুল তালুকদার।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ১৪টি ধামাইল দলের পরিবেশনা। অংশগ্রহণকারী দলগুলো ছিল—শিমুল পাল ধামাইল সংঘ, লোকসংগীত ধামাইল দল, আদি লয় ধামাইল দল, অগ্নিবীণা ধামাইল দল, গানের পাখি ধামাইল দল, সৃজন রায় ধামাইল দল (দিরাই); আন্তর্জাতিক রাধারমণ ধামাইল সংসদ ও কনকচাঁপা ধামাইল দল (শান্তিগঞ্জ); এস পি জলপদ্ম ধামাইল সংঘ ও কৃষ্ণকলি ধামাইল দল (ছাতক); পিয়াইন ধামাইল দল ও নতুন কুঁড়ি ধামাইল দল (খাগাউড়া); সোমেশ্বরী ধামাইল দল ও গানের ছোঁয়া ধামাইল দল (শাল্লা); এবং পাড়শী ধামাইল দল (শ্রীনারায়ণপুর)।
উৎসবের দিনভর সঙ্গীত, নৃত্য ও লোকসংস্কৃতির সমাহারে খাগাউড়ায় এক উজ্জ্বল সৃজনশীল পরিবেশ সৃষ্টি হয়। উৎসবের সকল অংশগ্রহণকারীদের মধ্যে এক অভিনব সৃজনশীল উদ্দীপনা দেখা যায়, যা পুরো গ্রামবাসীকে আনন্দ ও উৎসাহে ভরিয়ে তোলে। ধামাইল গানের সুরের মধ্যে ঘুরে ফিরতে থাকা সবার মন, উৎসবের বিশেষত্ব হয়ে উঠেছিল।
এ ধরনের আয়োজন সঠিকভাবে লোকসংস্কৃতির মূল্যবোধ সংরক্ষণে সাহায্য করে, যা প্রজন্মের পর প্রজন্মকে ধামাইল গান ও তার ঐতিহ্য শেখানোর এক বিরল সুযোগ।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply