1. dailychitlatv@gmail.com : dailychitlatv : dailychitlatv
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

কয়রাডাংগা মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ মেগা ফাইনালে নান্দবর যুব ক্রীড়া সংঘের ১-০ গোলে শিরোপা জয়

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ টাইম ভিউ

কয়রাডাংগা মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ মেগা ফাইনালে নান্দবর যুব ক্রীড়া সংঘের ১-০ গোলে শিরোপা জয়

রিপোর্টার নাজমুল হক //দৈনিক চিৎলা টিভি : –
চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামে কয়রাডাঙ্গা KDC ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর মেগা ফাইনাল। শনিবার বিকেলে কয়রাডাঙ্গা মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল পরিপূর্ণ।

মেগা ফাইনাল খেলায় মুখোমুখি হয় নান্দবর যুব ক্রীড়া সংঘ ও সি এইচ আর ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে নান্দবর যুব ক্রীড়া সংঘ ১–০ গোলে সি এইচ আর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয়।

প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব শরিফুজ্জামান শরিফ, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, চুয়াডাঙ্গা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

জনাব মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি, চুয়াডাঙ্গা

মোঃ শফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি, চুয়াডাঙ্গা

আমিনুল ইসলাম রোকন, সাধারণ সম্পাদক, আলমডাঙ্গা উপজেলা বিএনপি

রাজীব ফেরদৌস পাপেন, সভাপতি, ১৪নং চিৎলা ইউনিয়ন বিএনপি

মোঃ মহাসিন আলী বিশ্বাস, সেক্রেটারি, ১৪নং চিৎলা ইউনিয়ন বিএনপি

সভাপতিত্ব ও পরিচালনা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
আব্দুস সালাম বিপ্লব, সাবেক চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবদল, চুয়াডাঙ্গা।

খেলা পরিচালনা করেন
আলি আকরাম খান।

অতিথিদের বক্তব্য

অনুষ্ঠানে অতিথিরা বলেন, মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের আহ্বান জানান তারা।

পুরস্কার বিতরণ

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস আর দর্শকদের করতালিতে পুরো মাঠ আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

সার্বিক আয়োজন

আয়োজক কয়রাডাঙ্গা KDC ক্লাবের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় পুরো টুর্নামেন্ট সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষজন আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal