📰 দৈনিক চিৎলা টিভি স্পোর্টস রিপোর্টার:
সি এইচ আর নাইন সেট ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে সম্মানিত অতিথিদের উপস্থিতি
সি এইচ আর নাইন সেট ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। চিৎলা রুইথনপুর ফুটবল মাঠে। আজকের এই উত্তেজনাপূর্ণ ম্যাচের ফলাফল —
➡️ কাটাখালি ফুটবল একাডেমি (রাজশাহী)-০৪
বনাম
➡️ বেলগাছি নব দিগন্ত সংঘ (চুয়াডাঙ্গা) -০১
খেলাটি ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। খেলার পাশাপাশি উপস্থিত অতিথিদের সৌজন্য মূলক উপস্থিতি মাঠে উৎসাহ যোগায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
★ কমিটির সম্মানিত সভাপতি মাহাবুব হাসান মাবুদ
★ সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজাম মেম্বার
★ সহ-সভাপতি মোঃ জুলফিকার ইসলাম জুলু
★ সাধারণ সম্পাদক বেল্টু বিশ্বাস
★ যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ
★ কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ
★ সহকারী কোষাধ্যক্ষ আসকার আলী (টুটুল)
★ সাংগঠনিক সম্পাদক মিকাইল বিশ্বাস
★ উপদেষ্টা মোঃ মহাসিন আলী বিশ্বাস
★ উপদেষ্টা ইউনুস আলী মাস্টার
★ উপদেষ্টা মিজানুর রহমান
★ সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লব
এছাড়া উপস্থিত ছিলেন রুইথনপুর মসজিদের সম্মানিত ইমাম আবদুল মালেক সাহেব। মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন পরিশ্রমী সদস্য সোহেল রানা, যিনি নিয়মিত মাঠ পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করছেন।
খেলা শেষে অতিথিরা বলেন, এমন টুর্নামেন্ট আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং সমাজে সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করবে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply