চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক চিৎলা টিভি :
চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ব্যস্ততম এলাকা আলুকদিয়া বাজারে আজ রবিবার সকালে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ‘আল্লাহর দান পরিবহন’ নামে একটি লোকাল বাস এবং একটি পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন একজন। আহত হয়েছেন আরও তিনজন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী আল্লাহর দান পরিবহনের বাসটি অতিরিক্ত গতিতে আলুকদিয়া বাজারের দিকে প্রবেশ করে। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি পাখিভ্যানকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। পাখিভ্যানে থাকা যাত্রীদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসকরা।স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, আলুকদিয়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই বেপরোয়া গাড়ি চালানো ও অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। দ্রুত গতিসীমা নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থা জোরদারের দাবি জানান তারা।নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের জন্য দ্রুত আরোগ্য কামনা করছেন স্থানীয়রা।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply