রিপোর্টার মোঃ নাজমুল হক।। দৈনিক চিৎলা টিভি :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা খাজা বাবার মোড়ে মঙ্গলবার সকালে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিউটি খাতুন (৪৫) নামের এক গৃহবধূ। মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার মৃত্যু ঘটে।
স্বজন সূত্রে জানা যায়, আজ ১৮ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর পুরাতনপাড়ার বাসিন্দা মুস্তাফিজুর রহমান স্ত্রী বিউটি খাতুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে দৌলতপুরের উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে আলমডাঙ্গার আসমানখালী সড়ক হয়ে চিৎলা খাজা বাবার মোড়ে পৌঁছালে হঠাৎই বিউটি খাতুন মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে রাস্তার ওপর লুটিয়ে পড়েন।
পড়ে গিয়ে মাথায় গভীর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মুমূর্ষু অবস্থায় ছিলেন। পরে স্বামী মুস্তাফিজুর রহমান দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। কিন্তু জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিউটি খাতুনের মরদেহ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, “আমরা বিষয়টি তদন্ত করছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply